ওঁ নমশ্চণ্ডিকায়ৈ

জয় ত্বং দেবি চামুণ্ডে জয় ভূতাপসারিণি ৷ 
জয় সৰ্ব্বগতে দেবি কালরাত্রি নমোহস্ত তে ৷৷ ১ ৷৷
হে দেবি চামুণ্ডে ! তোমার জয় হউক, হে দেবি! তুমি ভূতাপসারিণী অর্থাৎ সর্ব্বভূতজননী ; তুমি সৰ্ব্বভূতে অবস্থিত বলিয়া সৰ্ব্বগতা, তুমি প্রলয়কালে ভূতসংহারিণী, অতএব হে কালরাত্রি ! তোমায় নমস্কার করি ॥ ১॥

জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী  ৷ 
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোহস্তু তে ৷৷ ২ ৷৷
হে দেবি ! তুমি সৰ্ব্বোৎকৃষ্টা বলিয়া জয়ন্তী, ভক্তগণের জন্মমরণাদিরূপ 'মঙ্গ' গ্রহণ কর বলিয়া, তুমি মঙ্গলা অর্থাৎ মোক্ষদায়িনী ; সংহারকালে সর্বসংহারিণী বলিয়া তুমি কালী ; ভক্তগণের ভদ্র (মঙ্গল) দায়িনী বলিয়া তুমি ভদ্রকালী। প্রত্যেক জগৎপ্রপঞ্চ ( অথবা ব্রহ্মাদির কপাল) হস্তে ধারণ করিয়া নৃত্য কর বলিয়া তুমি কপালিনী। ভক্তগণ বহুকষ্টে তোমায় লাভ করেন বলিয়া দুঃখপ্রাপ্যা ; অতএব তুমিই দুর্গা। হে দেবি ! সর্ব্বজীবের অপরাধ ক্ষমা কর বলিয়া তুমিই ক্ষমা ; তুমিই শিবা (চিৎস্বরূপা ) ; সর্ব্বজীবকে ধারণ কর বলিয়া তুমিই ধাত্রী; তুমিই স্বাহা (দেবপোষিণী ) ; তুমিই স্বধা ( পিতৃপোষিণী ) ; হে দেবি ! তোমায় নমস্কার করিতেছি  ২

মধুকৈটভবিধ্বংসি-বিধাতৃবরদে নমঃ ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ৩ ৷৷
হে মধুকৈটভনাশিনি! মধুকৈটভ-নাশের জন্য ব্ৰহ্মা তোমায় স্তব করিলে তুমি তাঁহাকে বর প্রদান করিয়া তাঁহার যেরূপ অভীষ্ট পূরণ করিয়াছিলে, হে বিধাতৃবরদে সেইরূপ আমার নমস্কারে প্রসন্না হইয়। আমায় রূপ (পরমাত্মবস্তু ), জয় ( বেদজ্ঞান বা তত্ত্বজ্ঞান) ও তত্ত্বজ্ঞানজন্য যশ প্রদান কর এবং কামক্রোধাদি শত্রুনাশ কর ৩ 

মহিষাসুর-নির্ণাশ-বিধাত্রি বরদে নমঃ ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি  ৷৷ ৪ ৷৷
হে মহিষাসুরনাশিনি ! হে বিধাত্রি! হে বরদে! আমার নমস্কারে প্রসন্না হইয়া আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর 

ধূম্রনেত্রবধে দেবি ধৰ্ম্মকামার্থদায়িনি ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ৫  ৷৷
হে ধূম্রলোচননাশিনি ! হে ধৰ্ম্মকামার্থদায়িনি ! আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর  ৫

রক্তবীজবধে দেবি চণ্ড-মুণ্ড বিনাশিনি ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি  ৷৷ ৬ ৷৷
হে চণ্ডমুণ্ডবিনাশিনি হে রক্তবীজঘাতিনি ! আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর  ৬

নিশুম্ভশুম্ভ-নির্ণাশি ত্রৈলোক্যশুভদে নমঃ  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ৭ ৷৷
হে নিশুম্ভ শুভ-নাশিনি ! হে ত্রৈলোক্যের মঙ্গলদায়িনি ! আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর 
বন্দিতাঙ্ঘি যুগে দেবি সৰ্ব্বসৌভাগ্যদায়িনি  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি  ৷৷ ৮ ৷৷
হে দেবি ! ব্রহ্মাদি দেবগণ তোমার চরণযুগল সতত বন্দনা করিয়া থাকেন ; তুমি সকলের সৌভাগ্যদায়িনী ; অতএব আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর ॥ 

অচিন্ত্য-রূপ-চরিতে সৰ্ব্ব-শত্রু-বিনাশিনি  ৷ 
রূপং দেহি জয়' দেহি যশো দেহি দ্বিষো জহি   ৷৷ ৯ ৷৷
হে দেবি ! তোমার রূপ ও চরিত্র অচিন্ত্য, হে সৰ্ব্বশত্রুবিনাশিনি ! আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর  ৯

তেভ্যঃ সর্বদা ভক্ত্যা চাপর্ণে দুরিতাপহে  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ১০৷৷
হে অপৰ্ণে ! হে বিঘ্নবিধ্বংসিনি ! যাহারা ভক্তিসহকারে সতত তোমায় নমস্কার করে, তুমি তাহাদিগকে রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর॥ ১০

স্তবদ্যো ভক্তিপূৰ্ব্বং ত্বাং চণ্ডিকে ব্যাধিনাশিনি  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ১১৷৷
হে চণ্ডিকে ! হে ব্যাধিনাশিনি ! যাহারা ভক্তিপূর্ব্বক তোমার স্তব করে, তুমি তাহাদিগকে রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর ১১

চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তি পাপনাশিনি  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ১২৷৷
 হে চণ্ডি! তুমি যুদ্ধে সতত জয়শালিনী, হে পাপনাশিনি ! তুমি রূপ, জন্ম ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর ১২

বিধেহি দেবি কল্যাণং বিধেহি বিপুলাং শ্রিয়ম্  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ১৩৷৷
হে দেবি ! প্ৰণত জনগণের কল্যাণ সম্পাদন কর, বিপুল ঐশ্বর্য্য প্রদান কর, রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর ১৩

বিধেহি দ্বিষতাং নাশং বিধেহি বলমুচ্চকৈঃ  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ১৪৷৷
হে দেবি! আমার কামক্রোধাদি শত্রু বিনাশ কর, আমায় বিপুলবলশালী কর, আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর ১৪

সুরাসুর-শিরোরত্ন-নিম্নষ্ট-চরণাম্বুজে  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ১৫৷৷
হে দেবি সুরাসুরের শিরোরত্নে তোমার চরণারবিন্দ ভূষিত হইয়াছে; আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর ১৫

বিদ্যাবন্তং যশস্বন্তং লক্ষ্মীবন্তঞ্চ মাং কুরু  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহ দ্বিষো জহি ৷৷ ১৬ ৷৷
হে দেবি! আমায় বিদ্যাবান্, যশস্বী ও শ্রীমান্ কর, রূপ, ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর ১৬

দেবি প্রচণ্ড-দোদণ্ড-দৈত্যদর্প-নিস দিনি  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ১৭৷৷
 হে দেবি! তুমি স্বীয় প্রচণ্ড বাহুদণ্ডে দৈত্যগণের দর্প নাশ করিয়া থাক ; অতএব হে দৈত্যদর্পবিনাশিনি ! আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর ১৭

প্রচণ্ড-দৈত্যদর্পঘ্নে চণ্ডিকে প্রণতায় মে ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ১৮৷৷
হে প্রচণ্ড-দৈত্যদর্পঘাতিনি ! আমি প্রণত, আমায় রূপ,জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর ১৮

চতুর্ভুজে চতুৰ্ব্বক্ত -সংস্তুতে পরমেশ্বরি  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ১৯৷৷
হে চতুর্ভুজে ! হে ব্রহ্মবন্দ্যে ! হে পরমেশ্বরি। আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর ১৯

কৃষ্ণেন সংস্তুতে দেবি শশ্বদ্ভক্ত্যা সদাম্বিকে  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ২০৷৷
হে অশ্বিকে ! শ্ৰীকৃষ্ণ ভক্তিসহকারে সর্ব্বদা তোমার স্তব করিয়া থাকেন, হে কৃষ্ণবন্দ্যে। আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর২০

হিমাচল-সুতা-নাথ-সংস্তুতে পরমেশ্বরি  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ২১৷৷
হে পরমেশ্বরি ! স্বয়ং উমাকান্ত তোমার স্ত করিয়া থাকেন, অতএব হে শিববন্দ্যে ! আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ ত্বর ২১

ইন্দ্রাণীপতি-সদ্ভাব-পূজিতে পরমেশ্বরি  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ২২৷৷
হে পরমেশ্বরি ! শচীপতি ইন্দ্ৰ ভক্তিসহ কারে (সর্ব্বদা) তোমার স্তুতি করিয়া থাকেন ; অতএব হে ইন্দ্রারাধ্যে ! আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর ২২

দেবি ভক্তজনোদ্দাম-দত্তানন্দোদয়েঽম্বিকে  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ২৩৷৷
হে দেবি ! তুমি ভক্তগণকে অবিরত আনন্দধারা প্রদান করিয়া থাক; হে অম্বিকে ! আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর ২৩

ভার্য্যাং মনোরমাং দেহি মনোবৃত্ত্যনুসারিণীম্‌  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ২৪৷৷
হে দেবি ! আমার স্বীয় চিত্তানুবর্তিনী মনোরমা ভার্য্যা প্রদান কর এবং রূপ, জয় ও যশ প্রদান কর, শত্রুনাশ কর ২৪

তারিণি দুর্গ-সংসার-সাগর্যাচলোদ্ভবে  ৷ 
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ৷৷ ২৫৷৷
হে দুর্গমসংসার-সাগর পারকারিণি ! হে গিরিস্থতে ! আমায় রূপ, জয় ও যশ প্রদান কর এবং শত্রুনাশ কর ২৫
ইদং স্তোত্রং পঠিত্বা তু মহাস্তোত্রং পঠেন্নরঃ  ৷ 
সপ্তশতীং সমারাধ্য বরমাপ্নোতি দুর্লভম্ ৷৷ ওঁ ৷৷ ২৬৷৷
মনুষ্য এই স্তব পাঠ করিয়া সপ্তশতীত্তর পাঠপূর্ব্বক দেবীর পূজা করিলে দুর্লভ বর প্রাপ্ত হয় ২৬ * ||

॥ * ॥ ইত্যৰ্গলস্তোত্রম্ ॥ * ॥