Durga Saptashati Image

অথ দেব্যপরাধক্ষমাপনস্তোত্রম্

ন মন্ত্রং নো যন্ত্রং তদপি চ ন জানে স্তুতিমহো
ন চাহ্বানং ধ্যানং তদপি চ ন জানে স্তুতিকথাঃ। ন জানে মুদ্রান্তে তদপি চ ন জানে বিলপনং
পরং জানে মাতত্ত্বদনুসরণং ক্লেশহরণম্। ১৷৷

মা! আমি না জানি মন্ত্র, না যন্ত্র। অহো! আমার স্তুতিজ্ঞানও নেই। না জানি আবাহন, না ধ্যান। স্তোত্র এবং কথাও জানি না। না জানি তোমার মুদ্রা, না আছে ব্যাকুল হয়ে বিলাপ করার যোগ্যতা। কিন্তু একটা কথা জানি, সেটা হল তোমাকে অনুসরণ-তোমার পেছন পেছন চলা। এই অনুসরণ সব দুঃখ বিপত্তি হরণকারী।। ১ ৷৷

বিধেরজ্ঞানেন দ্রবিণবিরহেণালসতয়া
বিধেয়াশক্যত্বাত্তব চরণয়োর্যা চ্যুতিরভূৎ। তদেতৎ ক্ষন্তব্যং জননি সকলোদ্ধারিণি শিবে
কুপুত্রো জায়তে কদিপি কুমাতা ন ভবতি। ২ ৷৷

সকলকে উদ্ধারকারিণী কল্যাণময়ী মা! আমি পূজাবিধি জানি না, আমার অর্থেরও অভাব, আমি স্বভাবতই অলস আর আমার দ্বারা ঠিক ঠিক পূজা করাও সম্ভব নয়; এই সব কারণে তোমার সেবাতে যে ত্রুটি হয়েছে, তা ক্ষমা করো। কারণ কুপুত্র হওয়া সম্ভব, কিন্তু কুমাতা কখনও হয় না।। ২।

পৃথিব্যাং পুত্রান্তে জননি বহবঃ সন্তি সরলাঃ
পরং তেষাং মধ্যে বিরলতরলোহহং তব সুতঃ।
মদীয়োহয়ং ত্যাগঃ সমুচিতমিদং নো তব শিবে
কুপুত্রো জায়তে কচিদপি কুমাতা ন ভবতি৷৷ ৩ ॥

মা! এই পৃথিবীতে সিধাসাদা ছেলে তো তোমার অনেক আছে। কিন্তু সেই সবেদের মধ্যে আমি তোমার অত্যন্ত চপল বালক। আমার মতো চঞ্চল খুবই বিরল। শিবে! আমাকে তুমি যে ত্যাগ করবে তা কখনই উচিত নয়; কারণ সংসারে কুপুত্র থাকা সম্ভব, কিন্তু কুমাতা কখনই হয় না৷৷ ৩ ॥

জগন্মাতর্মাতস্তব চরণসেবা ন রচিতা
ন বা দত্তং দেবি দ্রবিণমপি ভূয়স্তব ময়া।
তথাপি ত্বং স্নেহং ময়ি নিরুপমং যৎ প্রকুরুষে
কুপুত্রো জায়তে ক্বচিদপি কুমাতা ন ভবতি। ৪ ॥

জগদম্ব! মাতঃ! আমি তোমার চরণের সেবা কখনও করিনি। দেবি! তোমাকে কখনও অনেক ধনদৌলতও সমর্পণ করিনি; তথাপি আমার মতো অধমের উপর তুমি যে অনুপম স্নেহবর্ষণ করো, তার কারণ এই যে সংসারে কুপুত্র জন্মান সম্ভব কিন্তু কুমাতা কখনও হয় না৷৷ ৪ ৷৷

পরিত্যক্তা দেবা বিবিধবিধসেবাকুলতয়া
ময়া পঞ্চাশীতেরধিকমপনীতে তু বয়সি।
ইদানীং চেন্মাতম্ভব যদি কৃপা নাপি ভবিতা
নিরালম্বো লম্বোদরজননি কং যামি শরণম্।। ৫ ৷৷

গণেশজননী মা পার্বতি! (অন্য দেবতাদের আরাধনা করার সময়) আমার নানা রকম সেবায় ব্যস্ত থাকতে হয়, তাই পঁচাশী বৎসরের অধিক পার হওয়াতে আমি দেবতাদের ছেড়ে দিয়েছি। এখন তাদের সেবা পূজা আর আমার দ্বারা হয় না। সুতরাং তাদের থেকে কোনও সাহায্যের আশা আর নেই। এই সময় যদি তোমার কৃপা না হয়, তাহলে নিরাবলম্ব হয়ে আমি কার কাছে যাব।। ৫ ।।

শ্বপাকো জল্পাকো ভবতি মধুপাকোপমগিরা
নিরাতঙ্কো রঙ্কো বিহরতি চিরং কোটিকনকৈঃ।
তবাপর্ণে কর্ণে বিশতি মনুবর্ণে ফলমিদং
জনঃ কো জানীতে জননি জপনীয়ং জপবিধৌ। ৬ ॥

মা অপর্ণা! তোমার স্তোত্রের একটা অক্ষরও যদি কানে প্রবেশ করে, তাহলে তার ফলে মূর্খ চণ্ডালও মধুর মতো সুমুধুর প্রবচন বক্তা হয়ে যায়, দীনজনও কোটী স্বর্ণমুদ্রাসম্পন্ন হয়ে চিরকাল নির্ভয়ে বিহার করে। স্তোত্রমন্ত্রের একটি অক্ষর শ্রবণের যখন এই ফল, তখন যে মানব বিধিমত জপে রত থাকে, তার সেই জপ থেকে প্রাপ্ত উত্তম ফল কেমন হবে? কে জানতে পারে? ।। ৬ ॥

চিতাভস্মালেপো গরলমশনং দিক্সটধরো
জটাধারী কণ্ঠে ভুজগপতিহারী পশুপতিঃ।
কপালী ভূতেশো ভজতি জগদীশৈকপদবীং
ভবানি ত্বৎপাণিগ্রহণপরিপাটীফলমিদম্।। ৭৷৷

ভবানি! যাঁর সর্বাঙ্গে চিতাভস্ম লেপিত থাকে, বিষই যাঁর খাদ্য, যিনি দিগম্বরধারী (নগ্ন), মস্তকে জটা আর কণ্ঠে নাগরাজ বাসুকিকে হার করে ধারণ করে রয়েছেন, যাঁর হাতে ভিক্ষাপাত্র শোভা পায়, সেই ভূতনাথ পশুপতি যিনি একমাত্র 'জগদীশ'-পদবী ধারণ করেন, এর কারণ কী? এই মহত্ত্ব তিনি কোথায় পেলেন? এ কেবল তোমার পাণিগ্রহণেরই ফল; তোমার সাথে বিয়ে হওয়াতেই তাঁর মহত্ত্ব বেড়ে গেছে। ৭ ।।

ন মোক্ষস্যাকাঙ্ক্ষা ভববিভববাঞ্ছাপি চ ন মে
ন বিজ্ঞানাপেক্ষা শশিমুখি সুখেচ্ছাপি ন পুনঃ।
অতত্ত্বাং সংযাচে জননি জননং যাতু মম বৈ
মৃড়ানী রুদ্রাণী শিব শিব ভবানীতি জপতঃ ৷৷ ৮ ৷৷

মুখমণ্ডলে চন্দ্রাভাধারিণী মা! আমার মোক্ষলাভের ইচ্ছা নেই, সাংসারিক বৈভবলাভের বাসনাও নেই; না আছে বিজ্ঞানপ্রীতি আর আর না আছে সুখের আকাঙ্ক্ষা, তাই তোমার কাছে শুধু এইই প্রার্থনা যে আমার এই জীবন যেন 'মৃড়ানী, রুদ্রাণী, শিব, শিব, ভবানী'- এই নাম জপ করতে করতে শেষ হয় । ৮।।

নারাধিতাসি বিধিনা বিবিধোপচারৈঃ
কিং রুক্ষচিন্তনপরৈন কৃতং বচোভিঃ।
শ্যামে ত্বমেব যদি কিঞ্চন ময্যনাথে
ধৎসে কৃপামুচিতমন্ব পরং তবৈব। ৯ ॥

মা শ্যামা! নানাপ্রকার উপচারে বিধিসম্মত পূজা, তোমার আরাধনা আমার দ্বারা কখনও হয়নি। সর্বদা কর্কশভাবের চিন্তার ফলে আমি বাক্য দিয়ে কোন্ অপরাধ না করেছি! তবুও তুমি স্বয়ং স্নেহভরে এই হতভাগ্য অনাথের প্রতি যা কিছু কৃপাদৃষ্টি রাখছ, মা! এ তোমারই উপযুক্ত। তোমার মতো দয়াময়ী মাতাই আমার মতো কুপুত্রকেও আশ্রয় দিতে পারে ।। ৯ ৷৷

আপৎসু মগ্নঃ স্মরণং ত্বদীয়ং
করোমি দুর্গে করুণার্ণবেশি।
নৈতচ্ছঠত্বং মম ভাবয়েথাঃ
ক্ষুধাতৃষার্তা জননীং স্মরন্তি। ১০।

মাতা দুর্গে! করুণাসিন্ধু মহেশ্বরি! আমি বিপদে পড়ে আজ যে তোমাকে স্মরণ করছি (আগে কখনও করিনি), এতে আমার শঠতা মনে করো না; কারণ ক্ষুধাতৃষ্ণায় পীড়িত বালক তো মাকেই স্মরণ করে। ১০।।

জগদম্ব বিচিত্রমত্র কিং
পরিপূর্ণা করুণাস্তি চেন্ময়ি।
অপরাধপরম্পরাপরং
ন হি মাতা সমুপেক্ষতে সুতম্। ১১৷৷

জগদম্বিকে! আমার ওপরে যে তোমার পূর্ণ কৃপা বর্ষণ হচ্ছে এতে আর আশ্চর্যের কথা কী! ছেলে অপরাধের পর অপরাধ করতে থাকে, তবুও মা ছেলেকে উপেক্ষা করে না। ১১ ।

মৎসমঃ পাতকী নাস্তি পাপয়ী ত্বৎসমা ন হি।
এবং জ্ঞাত্বা মহাদেবি যথাযোগ্যং তথা কুরু। ১২ ৷৷

মহাদেবি! আমার মতো পাতকী কেউ নেই আর তোমার মত পাপহারিণী কেউ নেই; একথা মনে রেখে যা ভাল বোঝ, তাই করো। ১২ ৷৷

ইতি শ্রীশঙ্করাচার্যবিরচিতং দেব্যপরাধক্ষমাপনস্তোত্রং সম্পূর্ণম্।