শ্রীদুর্গামানস পূজা
উদ্যচ্চন্দনকুন্ধুমারুণপয়োধারাভিরাপ্লাবিতাং
নানানঘ্যমণিপ্রবালঘটিতাং দত্তাং গৃহাণাম্বিকে।
আমৃষ্টাং সুরসুন্দরীভিরভিতো হস্তাম্বুজৈর্ভক্তিতো
মাতঃ সুন্দরি ভক্তকল্পলতিকে শ্রীপাদুকামাদরাৎ৷৷ ১ ৷৷
দেবেন্দ্রাদিভিরর্চিতং সুরগণৈরাদায় সিংহাসনং
চঞ্চৎকাঞ্চনসংচয়াভিরচিতং চারুপ্রভাভাস্বরম্।
এতচ্চম্পককেতকীপরিমলং তৈলং মহানির্মলং
গন্ধোদ্বর্তনমাদরেণ তরুণীদত্তং গৃহাণাম্বিকে৷ ২৷
পশ্চাদ্দেবি গৃহাণ শম্ভুগৃহিনি শ্রীসুন্দরি প্রায়শো
গন্ধদ্রব্যসমূহনির্ভরতরং ধাত্রীফলং নির্মলম্।
তৎকেশান্ পরিশোধ্য কঙ্কতিকয়া মন্দাকিনীস্রোতসি
স্নাত্বা প্রোজ্জ্বলগন্ধকং ভবতু হে শ্রীসুন্দরি ত্বম্মুদে। ৩ ৷৷
সুরাধিপতিকামিনীকরসরোজনালীধৃতাং
সচন্দনসকুক্কুমাগুরুভরেণ বিভ্রাজিতাম্।
মহাপরিমলোজ্জ্বলাং সরসশুদ্ধকস্তুরিকাং
গৃহাণ বরদায়িনি ত্রিপুরসুন্দরি শ্রীপ্রদে। ৪ ॥
গন্ধর্বামরকিন্নরপ্রিয়তমাসংতানহস্তাম্বুজ-
প্রস্তারৈপ্রিয়মাণমুত্তমতরং কাশ্মীরজাপিঞ্জরম্।
মাতর্ভাস্বরভানুমণ্ডললসৎকান্তিপ্রদানোজ্জ্বলং
চৈতন্নির্মলমাতনোতু বসনং শ্রীসুন্দরি ত্বম্মুদম্ ॥ ৫ ৷৷
স্বর্ণাকল্পিতকুণ্ডলে শ্রুতিযুগে হস্তাম্বুজে মুদ্রিকা
মধ্যে সারসনা নিতম্বফলকে মঞ্জীরমস্ত্রিদ্বয়ে।
হারো বক্ষসি কঙ্কণৌ কণরণৎকারৌ করদ্বন্দ্বকে
বিন্যস্তং মুকুটং শিরস্যনুদিনং দত্তোম্মদং স্থয়তাম্।
৬ ৷৷
গ্রীবায়াং ধৃতকান্তিকান্তপটলং গ্রৈবেয়কং সুন্দরং
সিন্দুরং বিলসল্ললাটফলকে সৌন্দর্যমুদ্রাধরম্।
রাজৎকজ্জলমুজ্জ্বলোৎপলদলশ্রীমোচনে লোচনে
তদ্দিব্যৌষধিনির্মিতং রচয়তু শ্রীশান্তবি শ্রীপ্রদে। ৭ ॥
অমন্দতরমন্দরোন্মথিতদুগ্ধসিন্ধুপ্তবং
নিশাকরকরোপমং ত্রিপুরসুন্দরি শ্রীপ্রদে।
গৃহাণ মুখমীক্ষিতুং মুকুরবিম্বমাবিদ্রুমৈ-
বিনির্মিতমঘচ্ছিদে রতিকরাম্বুজস্থায়িনম্।। ৮ ॥
কস্তুরীদ্রবচন্দনাগুরুসুধাধারাভিরাপ্লাবিতং
চঞ্চচ্চম্পকপাটলাদিসুরভিদ্রব্যৈঃ সুগন্ধীকৃতম্।
দেবস্ত্রীগণমস্তকস্থিতমহারত্নাদিকুম্ভব্রজৈ-
রম্ভঃশান্তবি সংভ্রমেণ বিমলং দত্তং গৃহাণাম্বিকে ৷ ৯ ॥
কহ্লারোৎপলনাগকেসরসরোজাখ্যাবলীমালতী-
মল্লীকৈরবকেতকাদিকুসুমৈ রক্তাশ্বমারাদিভিঃ।
পুষ্পৈমাল্যভরেণ বৈ সুরভিণা নানারসস্রোতসা
তাম্রাম্ভোজনিবাসিনীং ভগবতীং শ্রীচণ্ডিকাং পূজয়ে৷ ১০ ৷৷
কহ্লার, উৎপল, নাগকেশর, পদ্ম, মালতী, মল্লিকা, কুমুদ, কেতকী ও রক্তকনেরাদি পুষ্প দিয়ে, সুগন্ধি পুষ্পমাল্য দিয়ে এবং নানাপ্রকার রসধারা দিয়ে রক্তপদ্মে আসীনা শ্রীচণ্ডিকা দেবীর আমি পূজা করছি।। ১০ ৷৷
মাংসীগুগ্গুলচন্দনাগুরুরজঃ কপূরশৈলেয়জৈ-
মাধবীকৈঃ সহ কুঙ্কুমৈঃ সুরচিতৈঃ সর্পির্ভিরামিশ্রিতৈঃ।
সৌরভ্যস্থিতিমন্দিরে মণিময়ে পাত্রে ভবেৎ প্রীতয়ে
ধূপোহয়ং সুরকামিনীবিরচিতঃ শ্রীচণ্ডিকে ত্বম্মুদে। ১১ ৷৷
মাতা শ্রীচণ্ডিকে! দেববধূদের দ্বারা নির্মিত এই দিব্য ধূপ তোমার প্রসন্নতাবর্ধনকারী হোক। এই ধূপ রত্নময় সুবাসিত আধারে রাখা হয়েছে; এই ধূপ তোমার সন্তোষপ্রদায়িনী। এটি জটামাংসী, গুগুল, চন্দন, অগুরুচূর্ণ, কপূর, শিলাজীত, মধু, কুক্কুম ও ঘী একত্রিত করে উত্তম রীতিতে প্রস্তুত করা হয়েছে।। ১১ ।।
ঘৃতদ্রবপরিস্ফুরদ্রুচির রত্নযষ্ট্যান্বিতো
মহাতিমিরনাশনঃ সুরনিতম্বিনীনির্মিতঃ।
সুবর্ণচষকস্থিতঃ সঘনসারবত্যান্বিত-
স্তব ত্রিপুরসুন্দরি স্ফুরতি দেবি দীপো মুদে৷৷ ১২ ৷৷
হে দেবী ত্রিপুরসুন্দরি! তোমাকে প্রসন্ন করার জন্য এখানে এই দীপ প্রজ্বলিত রয়েছে। ধৃত দিয়ে এই দীপ জ্বালান হয়েছে; এই দীপের নীচে দেবাঙ্গনাদের দ্বারা নির্মিত রত্নদণ্ড লাগান হয়েছে। সুবর্ণপাত্রে জ্বালান হয়েছে। এর মধ্যে কপূরের বাতিও রাখা হয়েছে। ভীষণতম অন্ধকারকেও এই দীপ দূর করে দেয়।। ১২ ৷৷
জাতীসৌরভনির্ভরং রুচিকরং শাল্যোদনং নির্মলং
যুক্তং হিঙ্গুমরীচজীরসুরভিদ্রব্যাম্বিত্যৈঞ্জনৈঃ।
পক্কান্নেন সপায়সেন মধুনা দধ্যাজ্যসম্মিশ্রিতং
নৈবেদ্যং সুরকামিনীবিরচিতং শ্রীচণ্ডিকে ত্বম্মুদে। ১৩ ৷৷
হে শ্রীচণ্ডিকে দেবি! তোমার প্রসন্নতার জন্য দেববধূরা ভোগ, নৈবেদ্য সাজিয়েছে। এই ভোগনৈবেদ্য শালী ধানের চালে শুদ্ধ রুচিকর, চামেলীর গন্ধে সুবাসিত অন্নের সাথে জিরা, লঙ্কা, হলুদ, ধনে ইত্যাদি মশলা দিয়ে নানাবিধ ব্যঞ্জনও রয়েছে, যার মধ্যে দুধ, মধু, দই ও ঘি যথোপযুক্তভাবে দেওয়া হয়েছে।। ১৩ ৷৷
লবঙ্গকলিকোজ্জ্বলং বহুলনাগবল্লীদলং
সজাতিফলকোমলং সঘনসারপূগীফলম্।
সুধামধুরিমাকুলং রুচিররত্নপাত্রন্থিতং
গৃহাণ মুখপঙ্কজে স্ফুরিতমম্ব তাম্বুলকম্ ॥ ১৪৷৷
মা! সুন্দর রত্নখচিত পাত্রে দিব্য তাম্বুল সুসজ্জিত করা হয়েছে, তুমি অনুগ্রহ করে এই তাম্বুল মুখে দাও। লবঙ্গ দিয়ে এই পানের খিলি আটকান হয়েছে, ফলে ইহা অতীব সুন্দর দেখতে হয়েছে। এই পানের খিলিতে অনেক পানাক্ষপাতা, নরম জৈত্রী, কপূর ও সুপারী দেওয়া হয়েছে। এই তাম্বুল সুধামাধুর্যে পরিপূর্ণ। ১৪ ৷৷
শরৎপ্রভবচন্দ্রমঃস্ফুরিতচন্দ্রিকাসুন্দরং
গলৎসুরতরঙ্গিণীললিতমৌক্তিকাড়ম্বরম্ ।
গৃহাণ
নবকাঞ্চনপ্রভবদণ্ডখণ্ডোজ্জ্বলং
মহাত্রিপুরসুন্দরি প্রকটমাতপত্রং মহৎ৷৷ ১৫ ৷৷
হে মহাত্রিপুরসুন্দরী মাতা পার্বতি! এই দিব্য বিশাল ছত্র রাখা হয়েছে, দয়া করে এটা গ্রহণ করো। শারদপূর্ণিমার অমৃতবর্ষী সুধার মতো এই ছত্র সুন্দর। এই ছাতায় মুক্তার ঝালর দেখে মনে হয় যেন দেবনদী গঙ্গার স্রোত উপর থেকে নীচে পড়ছে। সুবর্ণময় দণ্ডের কারণ এই ছত্র অপূর্ব মনোরম দর্শনধারী ৷৷ ১৫ ৷৷
মাতত্ত্বম্মুদমাতনোতু সুভগস্ত্রীভিঃ সদাহহন্দোলিতং
শুভ্রং চামরমিন্দুকুন্দসদৃশং প্রস্বেদদুঃখাপহম্।
সদ্যোহগস্ত্যবসিষ্ঠনারদশুকব্যাসাদিবাল্মীকিভিঃ
স্বে চিত্তে ক্রিয়মাণ এব কুরুতাং শর্মাণি বেদধ্বনিঃ৷৷ ১৬৷
মা! সুন্দরী নারীদের হাতে নিরন্তর ব্যজনিত চন্দ্র ও কুন্দফুলের মতো উজ্জ্বল ও স্বেদনিবারক এই শ্বেত চামর তোমার আনন্দ বর্দ্ধন করবে। এছাড়া মহর্ষি অগস্ত্য, বসিষ্ঠ, নারদ, শুকদেব, ব্যাসাদি তথা বাল্মকী মুনি নিজেদের মনে যে সব বেদমন্ত্র উচ্চারণ করেন, তাদের সেই মানস সংকল্পিত বেদধ্বনি তোমার আনন্দ বৃদ্ধি করুক। ১৬ ৷৷
স্বর্গাঙ্গণে
বেণুমৃদঙ্গশঙ্খভেরীনিনাদৈরুপগীয়মানা।
কোলাহলৈরাকলিতা তবাস্তু বিদ্যাধরীনৃত্যকলা সুখায়। ১৭৷৷
স্বর্গের আঙ্গিনায় বেণু, মৃদঙ্গ, শঙ্খ ও ভেরীর মধুর ধ্বনির মধ্যে যে সুর বাজে আবার এদের সমবেত কলতানে যে শব্দ ব্যাপ্ত হয়, সেই সবের তালে ছন্দে বিদ্যাধরীদের প্রদর্শিত নৃত্যকলা তোমার সুখবৃদ্ধি করুক । ১৭ ৷৷
দেবি ভক্তিরসভাবিতবৃত্তে প্রীয়তাং যদি কুতোহপি লভ্যতে।
তত্র লৌল্যমপি সৎফলমেকং জন্মকোটিভিরপীহ ন লভ্যম্৷ ১৮ ॥
হে দেবি! তোমার ভক্তিরসে ভাবিত এই ছন্দময় স্তোত্রে যদি কোথাও কোনও ভক্তির লেশও পাও, তবে তুমি তাতেই প্রসন্ন হও। মা! তোমার প্রতি ভক্তির উদ্রেকের জন্য মনের মধ্যে যে আকুলতা হয়, সেটাই জীবনের একমাত্র সার্থকতা। এই আকুলতা কোটি কোটি বার জন্মগ্রহণ করলেও তোমার কৃপা বিনা সুলভ হয় না৷৷ ১৮ ৷৷
এতৈঃ ষোড়শভিঃ পদ্যৈরূপচারোপকল্পিতৈঃ।
যঃ পরাং দেবতাং স্তৌতি স তেষাং ফলমাপুয়াৎ৷ ১৯ ৷৷
এই উপচার কল্পিত ষোলটা শ্লোকে পরাশক্তি ভগবতী ত্রিপুরসুন্দরীকে যে স্তব করে, সে এইসব উপচার সমর্পণের ফল লাভ করে। ১৯ ৷৷