Durga Saptashati Image

উপসংহার

এইভাবে সপ্তশতী পাঠ সম্পূর্ণ হওয়ার পরে প্রথমে নবার্ণমন্ত্রজপ করে তারপর দেবীসূক্ত পাঠের নিয়ম রয়েছে। সুতরাং এখানেও নবার্ণ- বিধি উদ্ধৃত করা হল। সব ক্রিয়া আগের মতই হবে।

বিনিয়োগঃ

শ্রীগণপতির্জয়তি। ওঁ অস্য শ্রীনবার্ণমন্ত্রস্য ব্রহ্মবিষ্ণুরুদ্রা ঋষয়ঃ, গায়ত্র্যফিগনুষ্টুভহুন্দাংসি, শ্রীমহাকালীমহালক্ষ্মী- মহাসরস্বত্যো দেবতাঃ, ঐং বীজম্, হ্রীং শক্তিঃ, ক্লীং কীলকম, শ্রীমহাকালীমহালক্ষ্মীমহাসরস্বতীপ্রীত্যর্থে জপে বিনিয়োগঃ।

ঋষ্যাদিন্যাসঃ

ব্রহ্মবিষ্ণুরুদ্রঋষিভ্যো নমঃ, শিরসি। গায়ত্র্যষ্ণিগনুষ্টুপ্- হন্দোভ্যো নমঃ, মুখে। মহাকালীমহালক্ষ্মীমহাসরস্বতী- দেবতাভ্যো নমঃ, হৃদি। ঐং বীজায় নমঃ, গুহ্যে। হ্রীং শক্তয়ে নমঃ, পাদয়োঃ। ক্লীং কীলকায় নমঃ, নাভৌ।
'ওঁ ঐ হ্রীং ক্লীং চামুণ্ডায়ৈ বিচ্চে'-এই মূল মন্ত্রে করশুদ্ধি করে করন্যাস করবে।

করন্যাসঃ

ওঁ ঐং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ। ওঁ হ্রীং তর্জনীভ্যাং নমঃ। ওঁ ক্লীং মধ্যমাভ্যাং নমঃ। ওঁ চামুণ্ডায়ৈ অনামিকাভ্যাং নমঃ। ওঁ বিচ্চে কনিষ্ঠিকাভ্যাং নমঃ। ওঁ ঐং হ্রীং ক্লীং চামুণ্ডায়ৈ বিচ্চে করতলকরপৃষ্ঠাভ্যাং নমঃ।

হদয়াদিন্যাসঃ

ওঁ ঐং হৃদয়ায় নমঃ। ওঁ হ্রীং শিরসে স্বাহা। ওঁ ক্লীং শিখায়ৈ বষট্। ওঁ চামুণ্ডায়ৈ কবচায় হুম্। ওঁ বিচ্চে নেত্রত্রয়ায় বৌষট্। ওঁ ঐং হ্রীং ক্লীং চামুণ্ডায়ৈ বিচ্চে অস্ত্রায় ফট্।

অক্ষরন্যাসঃ

ওঁ ঐং নমঃ, শিখায়াম্। ওঁ হ্রীং নমঃ, দক্ষিণনেত্রে। ওঁ ক্লীং নমঃ, বামনেত্রে। ওঁ চাং নমঃ, দক্ষিণকর্ণে। ওঁ মুং নমঃ, বামকর্ণে। ওঁ ডাং নমঃ, দক্ষিণনাসাপুটে। ওঁ য়ৈং নমঃ, বামনাসাপুটে। ওঁ বিং নমঃ, মুখে।ওঁ চ্চেং নমঃ, গুহ্যে।'এবং বিন্যস্যাষ্টবারং মূলেন ব্যাপকং কুর্যাৎ'

দিঙ্ন্যাস

ওঁ ঐং প্রাচ্যে নমঃ। ওঁ ঐং আগ্নেয্যৈ নমঃ। ওঁ হ্রীং দক্ষিণায়ৈ নমঃ। ওঁ হ্রীং নৈঋত্যৈ নমঃ। ওঁ ক্লীং প্রতীচ্যে নমঃ। ওঁ ক্লীং বায়ব্যৈ নমঃ। ওঁ চামুণ্ডায়ৈ উদীচ্যৈ নমঃ। ওঁ চামুণ্ডায়ৈ ঐশান্যৈ নমঃ। ওঁ ঐং হ্রীং ক্লীং চামুণ্ডায়ৈ বিচ্চে উর্ধ্বায়ৈ নমঃ। ওঁ ঐং হ্রীং ক্লীং চামুণ্ডায়ৈ বিচ্চে ভূম্যৈ নমঃ।

ধ্যানম্

খড়গং চক্রগদেষুচাপপরিঘাঞ্ছলং ভুশুণ্ডীং শিরঃ শঙ্খং সংদধতীং করৈস্ত্রিনয়নাং সর্বাঙ্গভূষাবৃতাম্। নীলাম্মদ্যুতিমাস্যপাদদশকাং সেবে মহাকালিকাং যামস্তৌৎ স্বপিতে হরৌ কমলজো হন্ত্রং মধুং কৈটভম্৷৷ ১ ৷৷
অক্ষস্রক্সরশুং গদেষুকুলিশং পদ্মং ধনুঃ কুণ্ডিকাং দণ্ডং শক্তিমসিং চ চর্ম জলজং ঘণ্টাং সুরাভাজনম্। শূলং পাশসুদর্শনে চ দধতীং হস্তৈঃ প্রসন্নাননাং সেবে সৈরিভমর্দিনীমিহ মহালক্ষ্মীং সরোজস্থিতাম্।৷৷ ২৷৷
ঘণ্টাশূলহলানি শঙ্খং মুসলে চক্রং ধনুঃ সায়কং হস্তাজৈর্দধতীং ঘনান্তবিলসচ্ছীতাংশুতুল্যপ্রভাম্। গৌরীদেহসমুক্তবাং ত্রিজগতামাধারভূতাং মহা- পূর্বামত্র সরস্বতীমনুভজে শুম্ভাদিদৈত্যার্দিনীম্।। ৩।।

এইভাবে ন্যাস ও ধ্যান করে মানসিক উপচারে দেবীর পূজা করা কর্তব্য। তারপর ১০৮ অথবা ১০০৮ বার নবার্ণমন্ত্র জপ করা উচিত। জপের প্রারম্ভে প্রথমে 'ঐং হ্রীং অক্ষমালিকায়ৈ নমঃ' এই মন্ত্রে মালাকে পূজা করে এইভাবে প্রার্থনা করবে-

ওঁ মাং মালে মহামায়ে সর্বশক্তিস্বরূপিণি।
চতুর্বর্গস্তুয়ি ন্যস্তস্তস্মান্মে সিদ্ধিদা ভব।
ওঁ অবিঘ্নং কুরু মালে ত্বং গৃহ্ণামি দক্ষিণে করে।
জপকালে চ সিদ্ধ্যর্থং প্রসীদ মম সিদ্ধয়ে।।
ওঁ অক্ষমালাধিপতয়ে সুসিদ্ধিং দেহি দেহি সর্বমন্ত্রার্থসাধিনি সাধয় সাধয় সর্বসিদ্ধিং পরিকল্পয় পরিকল্পয় মে স্বাহা।

এই প্রার্থনার পর জপ আরম্ভ করবে। জপ সম্পূর্ণ করে ভগবতীর কাছে জপ সমর্পণ করবে।

গুহ্যাতিগুহ্যগোপী ত্বং গৃহাণাস্মৎকৃতং জপম্। সিদ্ধির্ভবতু মে দেবি ত্বৎপ্রসাদান্মহেশ্বরি।

তারপর নিম্নলিখিতভাবে ন্যাস করবে।

করন্যাসঃ

ওঁ হ্রীং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ। ওঁ চং তর্জনীভ্যাং নমঃ। ওঁ ডিং মধ্যমাভ্যাং নমঃ। ওঁ কাং অনামিকাভ্যাং নমঃ। ওঁ য়ৈং কনিষ্ঠিকাভ্যাং নমঃ। ওঁ হ্রীং চণ্ডিকায়ৈ করতলকরপৃষ্ঠাভ্যাং নমঃ।

হৃদয়াদিন্যাসঃ

ওঁ খড়িগনী শূলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা।
শঙ্খিনী চাপিনী বাণভুশুণ্ডীপরিঘায়ুধা।। হৃদয়ায় নমঃ।
ওঁ শূলেন পাহি নো দেবি পাহি খড়োন চাম্বিকে।
ঘণ্টাস্বনেন নঃ পাহি চাপজ্যানিঃস্বনেন চ।। শিরসে স্বাহা।
ওঁ প্রাচ্যাং রক্ষ প্রতীচ্যাং চ চণ্ডিকে রক্ষ দক্ষিণে।
ভ্রামণেনাত্মশূলস্য উত্তরস্যাং তথেশ্বরি।। শিখায়ৈ বষট্।
ওঁ সৌম্যানি যানি রূপাণি ত্রৈলোক্যে বিচরন্তি তে।
যানি চাত্যর্থঘোরাণি তৈ রক্ষাস্মাংস্তথা ভুবম্।। কবচায় হুম্।
ওঁ খড়াশূলগদাদীনি যানি চাস্ত্রাণি তেহম্বিকে।
করপল্লবসঙ্গীনি তৈরস্মান্ রক্ষ সর্বতঃ।। নেত্রত্রয়ায় বৌষট্।
ওঁ সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বিতে।
ভয়ভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোহস্তু তে।। অস্ত্রায় ফট্।

ধ্যানম্

ওঁ বিদ্যুদ্দামসমপ্রভাং মৃগপতিঙ্কন্ধস্থিতাং ভীষণাং কন্যাভিঃ করবালখেটবিলসদ্ধস্তাভিরাসেবিতাম্।
হন্তৈশ্চক্রগদাসিখেটবিশিখাংশ্চাপং গুণং তর্জনীং বিভ্রাণামনলাম্বিকাং শশিধরাং দুর্গাং ত্রিনেত্রাং ভজে।।