Durga Saptashati
Durga Saptashati Image

অথ তন্ত্রোক্তং রাত্রিসূক্তম্

তন্ত্রোক্ত রাত্রিসূক্ত

ওঁ বিশ্বেশ্বরীং জগদ্ধাত্রীং স্থিতিসংহারকারিণীম্।
নিদ্রাং ভগবতীং বিষ্ণোরতুলাং তেজসঃ প্রভুঃ ৷৷ ১৷৷

ব্রহ্মোবাচ

ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বর্ষস্কারঃ স্বরাত্মিকা।
সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা৷৷ ২৷৷

অর্ধমাত্রাস্থিতা নিত্যা যানুচ্চার্যা বিশেষতঃ।
ত্বমেব সন্ধ্যা সাবিত্রী ত্বং দেবি জননী পরা৷৷ ৩৷৷

ত্বয়ৈতষ্কার্যতে বিশ্বং ত্বয়ৈতৎ সৃজ্যতে জগৎ।
ত্বয়ৈতৎ পাল্যতে দেবি ত্বমৎস্যন্তে চ সর্বদা৷ ৪ ৷৷

বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে।
তথা সংহৃতিরূপান্তে জগতোহস্য জগন্ময়ে।। ৫ ৷৷

মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতিঃ।
মহামোহা চ ভবতী মহাদেবী মহাসুরী ৷৷ ৬৷৷

প্রকৃতিত্ত্বং চ সর্বস্য গুণত্রয়বিভাবিনী।
কালরাত্রিমহারাত্রিমোহরাত্রিশ্চ দারুণা। ৭৷৷

ত্বং শ্রীস্ত্রমীশ্বরী ত্বং হ্রীস্ত্রং বুদ্ধির্বোধলক্ষণা।
লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিত্ত্বং শান্তিঃ ক্ষান্তিরেব চ৷৷৮৷৷

খজ্ঞিানী শূলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা।
শঙ্খিনী চাপিনী বাণভূশুণ্ডীপরিঘায়ুধা।। ৯ ৷৷

সৌম্যা সৌম্যতরাশেষসৌম্যেভ্যস্তুতিসুন্দরী।
পরাপরাণাং পরমা ত্বমেব পরমেশ্বরী।। ১০৷৷

যচ্চ কিঞ্চিৎ কৃচিদ্বস্তু সদসদ্বাখিলাত্মিকে।
তস্য সর্বস্য যা শক্তিঃ সা ত্বং কিং সূয়সে তদা৷৷ ১১৷৷

যয়া ত্বয়া জগৎস্রষ্টা জগৎপাত্যত্তি যো জগৎ।
সোহপি নিদ্রাবশং নীতঃ কস্তুাং স্তোতুমিহেশ্বরঃ। ১২ ৷৷

বিষ্ণুঃ শরীরগ্রহণমহমীশান এব চ।
কারিতাস্তে যতোহতত্ত্বাং কঃ স্তোতুং শক্তিমান্ ভবেৎ ৷৷ ১৩৷৷

সা ত্বমিত্থং প্রভাবৈঃ স্বৈরুদারৈর্দেবি সংস্তুতা।
মোহয়ৈতৌ দুরাধর্ষাবসুরৌ মধুকৈটভৌ৷৷ ১৪৷৷

প্রবোধং চ জগৎস্বামী নীয়তামচ্যুতো লঘু।
বোধশ্চ ক্রিয়তামস্য হপ্তমেতৌ মহাসুরৌ। ১৫ ৷৷

ইতি রাত্রিসূক্তম্ রাত্রিসূক্ত সম্পূর্ণ হল। ॥