Durga Saptashati Image

ক্ষমা প্রার্থনা

অপরাধসহস্রাণি ক্রিয়ন্তেহহর্নিশং ময়া। দাসোহয়মিতি মাং মত্বা ক্ষমস্ব পরমেশ্বরি ৷৷ ১ ৷৷

হে পরমেশ্বরি! প্রতি দিন আমি হাজার হাজার অপরাধ করে থাকি। 'এ আমার দাস'-এই মনে করে আমার সেই অপরাধ তুমি কৃপা করে ক্ষমা করো। ১।।

আবাহনং ন জানামি ন জানামি পূজাং চৈব ন জানামি ক্ষম্যতাং বিসর্জনম্। পরমেশ্বরি ৷৷ ২৷৷

হে পরমেশ্বরি! আমি না জানি আবাহন, না জানি বিসর্জন আর পূজাও আমি জানি না। ক্ষমা করো।। ২ ।।

মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরি। যৎ পুজিতং ময়া দেবি পরিপূর্ণং তদস্তু মে৷৷৩৷৷

হে দেবি! সুরেশ্বরি! মন্ত্রহীন, ক্রিয়াহীন, ভক্তিহীন যে পূজা আমি করছি, সে সব তোমার কৃপায় পূর্ণতাপ্রাপ্ত হোক।। ৩ ।।

অপরাধশতং কৃত্বা জগদম্বেতি চোচ্চরেৎ। যাং গতিং সমবাপ্নোতি ন তাং ব্রহ্মাদয়ঃ সুরাঃ। ৪ ৷৷

সহস্র অপরাধ করেও যে তোমার শরণ নিয়ে 'মা জগদম্বা' বলে ডাকে, ব্রহ্মাদি দেবতাদের যে গতি সুলভ নয়, সে সেই গতিও প্রাপ্ত হয়।। ৪ ।।

সাপরাধোহস্মি শরণং প্রাপ্তত্ত্বাং জগদম্বিকে। ইদানীমনুকম্প্যোহহং যথেচ্ছসি তথা কুরু৷ ৫ ৷৷

হে জগদম্বিকে! আমি অপরাধী, কিন্তু তোমার শরণ গ্রহণ করেছি, আমি তোমার দয়ার পাত্র। তুমি যা ভাল মনে কর, করো । ৫ ৷৷

অজ্ঞানাবিস্মৃতোন্ত্যা যন্যূনমধিকং কৃতম্। তৎ সর্বং ক্ষম্যতাং দেবি প্রসীদ পরমেশ্বরি ।। ৬ ৷৷

হে দেবি! পরমেশ্বরি! অজ্ঞানতাহেতু, ভুলবশতঃ অথবা বুদ্ধির ভ্রান্তির দরুন আমি যা ন্যূন বা অধিক করেছি, সেইসব তুমি ক্ষমা করো আর প্রসন্না হও॥৬॥

কামেশ্বরি জগন্মাতঃ সচ্চিদানন্দবিগ্রহে। গৃহাণাচামিমাং প্রীত্যা প্রসীদ পরমেশ্বরি ।। ৭ ৷৷

সচ্চিদানন্দস্বরূপা পরমেশ্বরি! জগন্মাতা কামেশ্বরি! তুমি প্রীতিপূর্বক আমার এই পূজা গ্রহণ করো ও আমার প্রতি প্রসন্না হও ৷৷ ৭ ।।

গুহ্যাতিগুহ্যগোত্রী ত্বং গৃহাণাস্মৎকৃতং জপম্। সিদ্ধির্ভবতু মে দেবি ত্বৎপ্রসাদাৎ সুরেশ্বরি৷ ৮ ৷৷

হে দেবি! সুরেশ্বরি! তুমি গুহ্য থেকে গুহ্যতর বস্তুর রক্ষাকত্রী। আমার নিবেদিত এই জপ গ্রহণ করো। তোমার কৃপায় আমার সিদ্ধিলাভ হোক।।৮ ৷৷

।। শ্রীদুর্গাপূণমস্ত ।।